Ticker

6/recent/ticker-posts

〰️যখন বাসায় ফ্রিজ ছিলোনা।


 

〰️যখন বাসায় ফ্রিজ ছিলোনা। মানুষের বাসায় ফ্রিজ দেখে ভাবতাম, 'ইশ! যদি আমাদের বাসায় এমন একটা ফ্রিজ থাকতো তাহলে কতই না আইসক্রিম আর ঠান্ডা পানি খেতাম।'
যখন কাছে ফোন ছিলোনা। তখন অন্যের ফোন দেখে ভাবতাম, 'ওরা কি মজা করে গেম খেলতেছে। আমার এরকম একটা ফোন থাকলে আমি সারাদিন গেম খেলতাম'।
ছোটবেলায় সাইকেল ছিলোনা। অন্যের সাইকেল চালানো দেখতাম আর ভাবতাম, 'কবে যে এমন একটা সাইকেল কিনে পাবো। পাইলে সারাদিনই শুধু সাইকেল চালাবো।
বাসায় সোফা ছিলোনা। মানুষের বাসায় সোফায় চড়ে লাফাতাম। আর ভাবতাম, যদি আমাদের বাসায় সোফা থাকতো তাহলে কি মজা হতো। বিছানায় আর ঘুমাতাম না, সোফাতেই ঘুমাতাম।
〰️আজ বাসায় ফ্রিজ,হাতে ফোন,নিজের সাইকেল,বাসায় সোফা সবই আছে। কিন্তু নেই শুধু সেগুলার প্রতি অতি আকর্ষণ।
আমরা মানুষ ঠিক এমনি। আমাদের চাহিদার শেষ নেই। আবার চাহিদা পূরন হলে বা চাহিদার সেই দ্রব্যটা পেয়ে গেলে কিছুদিনের মধ্যেই সেটার প্রতি অতি গুরুত্ব বা আকর্ষণ কমে যায়।
অর্থাৎ চাহিদার কিছু না পেলে আমরা সেটার অভাবে কেঁদে বেড়াই। আর পেয়ে গেলে কিছুদিন পর সেটার আর সঠিক গুরুত্ব দেইনা।