Ticker

6/recent/ticker-posts

#গল্প = জলপদ্ম 💟💟💟

#গল্প = জলপদ্ম 💟💟💟




বিয়ের তিন বছরের মাথায় আমার ডিভোর্স হয়েছে।ডিভোর্সের একমাত্র কারণ আমি কোনদিন সন্তানের মা হতে পারবো না।ডাক্তার বলেছে।আর এই কথা শুনে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়েই আমার স্বামী নিতুল বললো,'নিতু, তোমাকে একটা ভয়ংকর কথা বলবো এখন। তুমি প্লিজ প্রস্তুত হয়ে নাও কথাটা শোনার জন্যে।'
আমি অবাক হয়ে বললাম ,'ভণিতা করছো কেন?সহজ করে বলে ফেলো তো কী বলতে চাও।'
নিতুল কঠিন মুখ করে বলে ফেললো,'আমি তোমাকে নিয়ে আসলে সংসার করতে পারবো না। তাছাড়া আমার মাও যখন শুনবেন যে তুমি কখনো কনসিভ করতে পারবা না তখন মাও সেইম কথাটাই বলবেন। বলবেন তোমায় ডিভোর্স দিয়ে দিতে!'
আমি নিতুলের দিকে অসহায় এবং অবাক হওয়ার চোখে তাকিয়ে রইলাম।নিতুল মুখ শক্ত করে রেখেই বললো,'নিতু আমি অপারগ। সন্তান দিতে পারবে না,বন্ধ্যা এমন মেয়ে নিয়ে গল্প উপন্যাসের নায়কেরাই শুধু সংসার করতে পারে। বাস্তবে এমন হয় না।নিতু আমি তোমাকে সত্যি সত্যিই ডিভোর্স দিবো।'
নিতুলের সাথে সাথে তবুও তার বাসা পর্যন্ত গেলাম। ভাবলাম আমায় এভাবে বেহায়ার মতো ওর পেছন পেছন যেতে দেখে আমার প্রতি ওর মায়া জন্মাবে। তখন আর আমায় ডিভোর্স দিতে পারবে না ও। কিন্তু অদ্ভুত রকম কান্ড হলো বাড়িতে যাওয়ার পর সবকিছু শুনে ওর মা বললেন,'নিতুল,শত হোক নিতুর সাথে তুই তিন বছর সংসার করেছিস।ওর প্রতি তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য তো আছে। ওকে ডিভোর্স দিতে হলে দিবি।দু তিন মাস যাক। ততদিনে তোর জন্য আমরা নতুন বউ দেখি।নিতুও আমাদের সাথে বউ দেখবে।'
আমি তখন ভীষণ রকম চমকে উঠলাম। পৃথিবীতে একজন নারী অন্য একজন নারীর প্রতি এতো নিষ্ঠুর হতে পারে তা ভাবতেও পারছি না আমি।এই বাড়িতে থাকার আর কোন ইচ্ছে হচ্ছে না আমার।আমি সঙ্গে সঙ্গে কান্নামাখা গলায় বললাম,'নিতুল আর কোন মায়া দেখাতে হবে না আমার প্রতি। যথেষ্ট মায়া দেখিয়েছো।আমি এক্ষুনি চলে যাবো বাসায়।মার কাছে চলে যাবো।'
নিতুলের মা বললেন,'তাহলে নিতুল গিয়ে এগিয়ে দিয়ে আসুক?'
আমি বললাম,'না আমাকে কারোর দিয়ে আসতে হবে না।'

নিতুলের মা এবার নিতুলকে বললেন,'নিতুল,তুই তবে ওকে তিন তালাক বলে দে।মামলা ডিসমিশ হয়ে যাক।'
নিতুল সঙ্গে সঙ্গে বলে দিলো-
'এক তালাক
দুই তালাক
তিন তালাক'
'
রাত করে বাড়িতে ফেরার মা ভীষণ রকম অবাক হয়ে গেলেন। অবাক হলেন ভাইয়াও।মা ভয় কাঁপা গলায় বললেন,'কী হয়েছে নিতু?অত রাতে যে একা একা চলে এলি?'
আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠে বললাম,'মা মাগো আমি একেবারে চিরতরে চলে এসেছি।'
ভাইয়া অবাক হওয়া গলায় বললেন,'মানে?'
আমি কাঁদতে কাঁদতেই বললাম,'আমায় নিতুল ডিভোর্স দিয়েছে।'
মা কাঁপা কাঁপা গলায় বললেন,'কী বলছিস? হঠাৎ করে এমন করলো কেন ও?'
'আমার সন্তান হবে না এই জন্য।ডাক্তার বলেছে আমি কোনদিন মা হতে পারবো না।'
ভাইয়া একেবারে চুপ হয়ে গেলেন কথাটা শুনে।মা কাঁদতে শুরু করলেন আমায় জড়িয়ে ধরে।আর আমি ভাবতে লাগলাম, আমার কী উপায় হবে এখন? আমার জীবনটা নষ্ট হয়ে গেল এভাবে!
'
সকাল বেলা পরাগ এলো আমাদের বাসায়।পরাগ আমার ভাইয়ের বন্ধু এবং আমার প্রাক্তন।তার চাকরি ছিল না বলে তখন তার সাথে আমার বিয়েটা হয়নি।তার মা এসে ছিলেন আমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে। কিন্তু
মা তার মাকে এক রকম অপমান করেই সেদিন বলেছিলেন, আপনার বেকার ছেলের কাছে আমার মেয়েকে তুলে দিয়ে নিজের পায়ে আমি কুড়াল বসাতে চাই না!
সেই পরাগ এসে মাকে বললো,'আন্টি,কী শুনেছি এটা নিতুর বিষয়ে?'
মা কেঁদে উঠলেন হাউমাউ করে। বললেন,'সত্যি শুনেছো বাবা। আমার নিতুর সব শেষ হয়ে গেল।
মেয়েটার কী যে হবে এখন!'
পরাগ সঙ্গে সঙ্গে বললো,'আন্টি আপনি কিছু না মনে করলে আমি একটা আবদার করতে চাই!'
'কী আবদার করতে চাও বাবা?'
'নিতুর দায়িত্ব নিতে চাই আমি।নিতুকে বিয়ে করতে চাই আমি!'
মা সঙ্গে সঙ্গে-----
'