জীবনে আমি কখনোই মানুষ চিনতে পারিনি
জীবনে আমি কখনোই মানুষ চিনতে পারিনি , সব সময় ভুলকে ঠিক আর ঠিক কে ভুল ভেবে এসেছি।
- যার বা যাদের জন্য সব সময় অপেক্ষা করেছি, তারা কখনো করেনি আমার জন্য অপেক্ষা করেনি ।
সবার কাছে বা সব সম্পর্কে আমিই প্রথম আর আমিই শেষ এমনটা হয়নি কখনো,যআমি ছিলাম হয়তো 2nd Choice অথবা Replacement...
- কখনো কাউকে বলতে দেখলাম না যে, আমি তার সব,,, আমাকে তার লাগবেই,,,আমাকে ছাড়া তার চলবেই না।
- সবার কাছে বা সব সম্পর্কে আমি ছিলাম অপশনাল আর থার্ড পারসন।
- অথচ, আমি মানুষকে নিয়েই ভেবে গেছি,,বোকার মত ভালবেসেছি,,,বিলিভ করেছি,,,নিজেকে লাকি ভেবেছি এটা ভেবে যে, আমি কারো পৃথিবী,,,আমি কারো প্রিয়জন, ...
- কিন্তু দিনশেষে জীবনের ডায়রিটা খুলে দেখলাম !! আমি ভুল, আমার ভাবনা গুলো ভুল,
- খুজে দেখলাম আমি কারো কাছে প্রথম নয়, বরং 2nd
- আমি কারো কাছে প্রধান নয়, বরং অপশনাল।
- আমি কারো কাছে প্রিয়জন নয়, বরং প্রয়োজন
- আমি কারো কাছে ফিক্সড. না, বরং রিপ্লেসমেন্ট।
- কিন্তু কারো কাছে বা কোন সম্পর্কে থার্ড পারসন হয়ে, অপশনাল হয়ে থাকা যায় না,এ ভাবে বাঁচা যায় না, এতে কোনো সম্মান থাকে না।
- তাই নিজেকে সব সময়ের জন্য সরিয়ে রেখেছি তাদের থেকে, সেই সম্পর্ক থেকে, যেখানে আমাকে থার্ড পারসন ভাবা হয়, অপশনাল ভাবা হয় ৷৷
জীবনে যদি কখনো কারো কাছে বা কোন সম্পর্কে তোমাকে থার্ড পারসন হয়ে বা অপশনাল হয়ে থাকতে হয়, তাহলে থেকো না সেখানে ৷ নিজেকে সম্মান করতে শিখো , নিজেকে ভালোবাসতে শিখো ৷৷