#_মোটিভেশনাল_গল্প
এক তরুণী তার বাবাকে সাথে নিয়ে গাড়ি ড্রাইভ করছিলো।কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে
ছেয়ে গেলো এবং তুমুল ঝড় শুরু হলো।
তরুণী টি ভয় পেয়ে বাবাকে জিজ্ঞাসা করলো
বাবা কি করবো......?
পাশের সিট থেকে বাবা মেয়েকে সাহস যোগালেন,
''তুমি ড্রাইভ করতে থাকো। থেমো না"।
তরুণীটি গাড়ি ড্রাইভ করতে লাগলো,কিন্তু ঝড়ের
প্রচন্ডতা আরো বেড়ে যাওয়াতে গাড়ি ড্রাইভ করা
কঠিন হয়ে পড়ছিলো।
কিছুক্ষণ পর গাড়ি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে
উঠলো।তরুণীটি আবারো তার বাবার কাছে জানতে চাইলো থামবে কিনা।
বাবা আগের মতই ড্রাইভ করতে বললেন।
কিছুদুর ড্রাইভ করার পরে তরুণী লক্ষ্য করলো
তার পথের কিছুসামনে ষোলো চাকার একটা লরি রাস্তার পাশে সাইড করে থেমে যাচ্ছে।
তারসামনে আরো কিছু গাড়ি রাস্তার একপাশে পার্ক
করে থেমে আছে। দৃশ্যটি দেখে তরুণী টি বাবাকে বললো,"বাবা এবার আমাদের থামতেই হবে। আশেপাশের সবাই দেখো গাড়ি ড্রাইভ করা বন্ধ করে পথের পাশে থেমে যাচ্ছে"।
কিন্তু বাবা সেই আগের মতই তার সিদ্ধান্তে অটল।
হাল ছেড়োনা। তুমি ড্রাইভ করতে থাকো।
বাবারকথা শুনে মেয়েটি সাহস পেলো এবং প্রচন্ড
ঝড়ের মধ্যেও আস্তে আস্তে সামনের দিকে
আগাতে লাগলো।এভাবে কয়েক মাইল যাবার পরে তরুণীটি আবিস্কার করলো,
ঝড় থেমে গেছে এবং সূর্য্য উঠে গেছে।
এবার বাবা বললেন,
'এবার গাড়ি থামিয়ে বাইরে বেরোতে পারো।'
তরুণী টি অবাকহয়ে বাবাকে জিজ্ঞাসা করলো,
এখন কেন বলছো?
বাবা বললেনঃ
"এখন এজন্যই বের হতে বলছি যাতে তুমি
পেছনের দিকে তাকাতে পারো এবং সেই সব
মানুষদের দেখতে পারো যারা হাল ছেড়ে
দিয়েছিলো এবং থেমে গিয়েছিলো।ওঁরা এখনো ঝড়ের
মধ্যেই আছে। কিন্তু তুমি হাল ছাড়োনি এবং থেমে যাওনি, তাই তোমার ঝড় এখন শেষ!..."
জীবনের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য।
জীবনে চলার পথে আমরা অর্থনৈতিক,
আবেগিক,পারিবারিক, সামাজিক ক্ষেত্রে নানা ধরণের
ঝড়ের মুখোমুখি হই এবং ভয় পেয়ে থেমে যাই।
থেমে থাকার ফলে সেই ঝড়ে আমাদের
জীবনগাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্থ হয় যা আত্নবিশ্বাসে
ঘাটতি এনে দেয়।
জীবনের রাস্তা রেসিং ড্রাইভের মত মসৃণ নয়।
জীবনের পথ বড় বন্ধুর। চলার পথে নানা ধরণের
বাধা-বিপত্তিই আসবেই,
কিন্তু থেমে থাকলে ক্ষতির পরিমাণ ই শুধু বাড়বে।
কঠিন পরিস্থিতিতে পড়ে আশেপাশের মানুষগুলো
কিংবা সবচেয়ে কঠিন লোকটিও হালছেড়ে
দিয়েছে বলেই যে আপনাকেও হাল ছাড়তে
হবে এমন নয়।
পরিস্থিতি যত কঠিনই হোক না কেন,ধীরে-
ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকুন।
(সংগৃহিত)