Ticker

6/recent/ticker-posts

ঈগল সাপের সাথে ভুমিতে লড়াই করতে পারে না


 ঈগল সাপের সাথে ভুমিতে লড়াই করতে পারে না। এজন্য সে সাপকে আকাশে উড়ে নিয়ে যায় এবং যুদ্ধক্ষেত্র পরিবর্তন করে। এরপর আকাশে ঈগল সাপকে ছেড়ে দেয় লড়াই এর জন্য।

আকাশে সাপের কোন স্টামিনা, শক্তি এবং ভারসাম্য থাকেনা। সাপটি তখন দূর্বল ও ক্ষমতাহীন হয়ে পরে। যার ফলে তার মারা যাবার সম্ভাবনা প্রখর হয়ে দেখা দেয়।
শত্রুর সাথে কখনই তার আওতাধীন এলাকায় লড়াই করতে যাবেন না। লড়াই এর ক্ষেত্রটি পরিবর্তন করুন এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করুন। তিনি সহায় হলে আপনি পরিষ্কার জয় পাবেন।