জীবনযুদ্ধে অপরাজিতা এক নারী!
মহিলাটি থাকেন সিলেটে।
স্বামী প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন দীর্ঘদিন ধরে।
দুই ছেলের মধ্যে একজন মৃগী রোগী,আরেকজন মানসিক ভারসাম্যহীন।
উনার চোখে সমস্যা।
দুচোখেই করতে হবে অপারেশন।
শেষ বয়সেও পরিবারের হাল আঁকড়ে ধরে থাকতে হচ্ছে উনার।
যে বয়সে আরাম আয়েশ করে থাকার কথা ছিলো সেই বয়সে সিলেট শহরের ব্যস্ত রাস্তায় হেঁটে হেঁটে বিক্রি করছেন হরেক রঙের বেলুন।
দুমুঠো ভাত আর স্বামীর চিকিৎসার খরচ জোগাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটাতে হয় রাস্তায় -রাস্তায়।
জীবন নিয়ে হতাশ না হয়ে সফলতার জন্য পরিশ্রম করুন। একদিন সফলতা আসবেই।
(মহিলাটি জিন্দাবাজার পানসীর সামনেই থাকেন বেশিরভাগ সময়)