কথা দিয়ে কথা না রাখা মানুষ গুলো ও আজকে প্রমিজ করবে। আসলেই কি তারা কথা রাখে? সত্যিই যদি সবাই কথা দিয়ে কথা রাখতো তবে পৃথিবীতে এতো এতো মন ভাঙ্গা মানুষই থাকতো না।
যে প্রমিজ জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করা যায় না সে প্রমিজের কি দরকার? কি দরকার শুধু মাত্র লোক দেখানো এক দিনের জন্য কথা দেয়ার!
যদি প্রমিজ করতেই হয় তবে নিজেকে করুন। যেনো কখনও আপনার দ্বারা কেউ প্রতারিত না হয়। কাউকে কথা দিয়ে যেনো সেই কথা সারাজীবন রাখতে পারেন। প্রমিজটা হোক নিজের সাথে নিজের।