আমরা যতোই বড় হচ্ছি ততোই যেনো প্রতিটি চেনা শব্দের অন্য মানে খুঁজে পাচ্ছি। এক কথায় নেগিটিভিটিটা বৃদ্ধি পাচ্ছে। ১৪ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে। একটা সময় এই দিনটাকে খুবই পবিত্র দিনের একটি মনে করতাম। প্রতিটি কাছের মানুষ, প্রিয় মানুষগুলোকে শুভেচ্ছা জানাতাম ফুল চকলেট দিয়ে। লিস্টের তালিকা থেকে বাদ যেতো না কোনো বন্ধু। পরিবার, আত্মীয়-স্বজন, স্যার ম্যাডাম সবাইকে নিয়ে কেটে যেতো আমাদের ভ্যালেন্টাইন্স ডে। লিস্টের তালিকায় থাকতো পাড়ার দোকানের এক টাকায় ভালোবেসে দুইটা চকলেট দেওয়ার আঙ্কেলটাও। বিকাল বেলা বন্ধুদের আড্ডায় কে কার বাবা-মাকে কিভাবে শুভেচ্ছা জানিয়েছে তা বলতে বলতেই সন্ধ্যা গড়িয়ে যেতো।
কিন্তু আজকাল ভ্যালেন্টাইন্স ডে এর মানেটাই পাল্টে গেছে। আজকের ভ্যালেন্টাইন্স বলতে আমরা বুঝি অশালীন অশ্লীল একটা দিন। বেহায়াপনা ভালোবাসার দিন। যেই দিন বিকাল বেলা বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে প্রেমিকার সাথে পার্কেই কেটে যায়। হাজারো মেয়ে ভালোবাসার প্রমাণ দিতে নিজের আত্মসম্মানকে বলি দেয়। যা কুলুষিত করে ভালোবাসা দিবস নামক শব্দটির। আজকালকের ভ্যালেন্টাইন্স ডে এর মানেই ডেটিং।
ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র যে প্রেমিক প্রেমিকার তা কিন্তু নয়। ভ্যালেন্টাইন্স ডে একটি মা ও তার সন্তানের। একটি বোন ও তার ভাইয়ের। বন্ধুর সাথে বন্ধুর। শিক্ষকের সাথে ছাত্র-ছাত্রীর। কিন্তু তার মানেটা আজকের সভ্যতায় পাল্টে গেছে। রূপ নিয়েছে একটি নেগিটিভিটি অর্থ। যার অর্থ বেহায়াপনা।
নেগিটিভিটি অর্থটাকে বর্জন করে পজিটিভ অর্থ দিয়ে সম্মান দেওয়া হোক দিনটিকে।