Ticker

6/recent/ticker-posts

জীবনে যাই করবেন


 জীবনে যাই করবেন সেটাতেই না বুঝেই ভুল ধরার, বাধা দেবার, বা সমালোচনা করার মানুষের অভাব নেই আমাদের সমাজে। অথচ সেই মানুষগুলোই হয়তো আপনার জীবনে কখনোই কোন অবদান রাখেনি। তবুও আপনাকে "শুধরাতে" না পারলে যেন তাদের জীবন ব্যার্থ! কিন্তু আপনার দুর্দিনে বা যখন আপনি কোন সমস্যার সম্মুখীন হবেন, তখন এদের মধ্যে থেকে খুব কম মানুষকেই পাবেন সত্যিকারের সাহায্য করার মানসিকতা নিয়ে আপনার পাশে দাঁড়াতে।

তাই যারা ভালোর পরিবর্তে মন্দ বলতেই বেশি ব্যস্ত থাকে, তাদেরকে জাহান্নামের জন্যে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকুন। অন্যকে মিথ্যে অপবাদ দেয়া, গালাগালি করা, এমন নিচু মনের মানুষেরা জীবনে কখনোই আপনার বা কারোরই কোন উপকারে আসবে না। আসলে জীবনে যখন কঠিন বিপদ আসে তখনই শুধু মানুষের সত্যিকারের পরিচয় পাওয়া যায়। তাই দুঃসময়ে যে বা যারা পাশে থাকে তাদের কদর করতে যেন কখনোই ভুলবেন না। 🤗
(আমার এই ছবিটি আমার চরম দুঃসময়ে পাশে দাড়ানো তেমনি একজন অসাধারন ভাল মনের মানুষের তোলা।)