কাউকে ভালোবাসার জন্য কখনো ক্যালেন্ডারে আলাদা করে কোন দিন দেখতে হয় না। ভালোবাসার মানুষটির সাথে কাটানো প্রতিটি দিনই স্পেশাল। প্রতিটি মুহুর্তই জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। যারা সত্যিই ভালোবাসে তারা প্রতিটি দিনই কোন না কোন ভাবে সেলিব্রেট করে। তাদের কাছে ভালোবাসার জন্য কোন স্পেশাল ডে'র প্রয়োজন হয় না।
১৪ই ফেব্রুয়ারিতে সারা পৃথিবীতে ভালোবাসা নিয়ে এত অাদিখ্যাতা হয়। অথচ তার পরের দিনই খবরের কাগজে আসে স্বামী- স্ত্রী'র বিচ্ছেদের গল্প। তাহলে আসলে ভালোবাসাটা কোথায়?? আসলে যারা ভালোবাসে তারা প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তই ভালোবাসে। তাদের ভালোবাসার জন্য এসব রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে এসব কিচ্ছু লাগে না। এগুলো ভালোবাসা না এগুলো শুধুমাএ বিলাসিতা। আর জীবনে সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য বিলাসিতার চেয়ে ভালোবাসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।