Ticker

6/recent/ticker-posts

চির পরিচিত মুখ কখনো কখনো অপরিচিত হয়ে যায়।


 চির পরিচিত মুখ কখনো কখনো অপরিচিত হয়ে যায়।

স্কুলের টিফিন টাইম যার সাথে কাটানো হতো ভাগ করে নেওয়া হতো মায়ের হাতের রান্না বা সিঙাড়া,সমুচা।
কলেজে এসে পরিচয়টাও ফিকে হয়।
কৈশোরে যে মানুষটার সাথে অনায়াসে পরিবার বা ভালো লাগা নিয়ে বস্তা বস্তা গল্প করা যায় সে মানুষটার সাথে বছরখানেক পরে অার হাই হ্যালোর সম্পর্ক থাকে না।
ফেসবুকে তার নামের পাশে সবুজ বাতি জ্বললেও কেন জানি বলা হয়ে উঠে না যাবি ফিরে বান্ধবী সেই স্কুল গেটের অানাচ-কানাচ ঘুরতে।
এসেম্বলিতে সুর মিলানোর দুষ্টুমি অার হয়ে উঠে না কারো।
হঠাৎ কয়েকবছর পর একদিন কারো টাইমলাইনে ভেসে উঠে অন্যজনের গট ম্যারেডের স্ট্যাটাস তখন একজন অারেকজনকে শুভকামনা জানিয়ে ইনবক্সে টুংটাং এর একটাই উত্তর থাকে সব কিছু হঠাৎ করেই হয়ে গেছে রে জানাতে পারিনি।
অপর পাশে চলে এক পৃথিবী অভিমান।
বেস্টু নামক উপাধিটা সময়ের সাথে গড়িয়ে পড়ে ব্যস্ততার অজুহাতে।
প্রেমে ব্যর্থ হলে প্রেমিক যুগলকে পরে প্রাক্তন নাম দেওয়া হয় কিন্তু এই যে দশ বছর বা তার থেকে বেশি সময় যার সাথে কাটানো হয় তাদের সম্পর্কে চির ধরলে তাদের কোনো নাম নেই।
~স্মৃতিকথা দত্ত
ছবিঃসংগৃহীত